জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরলেন লিটন
বিশ্বকাপের কলকাতা পর্ব শেষে বাংলাদেশ পৌঁছেছে দিল্লিতে। কিন্তু ডানহাতি ওপেনার লিটন দাস সঙ্গী হননি দলের। জরুরি পারিবারিক প্রয়োজনে ছুটি নিয়ে তিনি ফিরে গেছেন দেশে।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া অ্যান্ড অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তবে দীর্ঘ সময়ের জন্য দেশে যাননি লিটন। আগামী শুক্রবার বাংলাদেশের অনুশীলন সেশনের আগেই দলের সঙ্গে যুক্ত হবেন তিনি।
রাবিদ বলেছেন, 'জরুরি পারিবারিক পরিস্থিতির কারণে লিটন ছুটি নিয়েছেন এবং আগামী ৩ নভেম্বর দিল্লিতে দলের নির্ধারিত অনুশীলন সেশনের আগে যোগ দেবেন।'
জানা গেছে, প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন লিটন। সেজন্য স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন।
আগামী ৬ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে এটি হতে যাচ্ছে তাদের অষ্টম ম্যাচ। আগের সাত ম্যাচের ছয়টিতেই হারায় সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে গেছে।
কেবল তা-ই নয়। আগামী ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাও এখন বাংলাদেশের ক্ষীণ। সেটা বাঁচিয়ে রাখতে হলে লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই।
Comments