ইসরায়েল ও গাজায় সেনা পাঠানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: কমলা হ্যারিস

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ফাইল ছবি: রয়টার্স
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ফাইল ছবি: রয়টার্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানিয়েছেন, ইসরায়েল বা গাজা উপত্যকায় সেনা পাঠানোর কোনো ইচ্ছা কিংবা পরিকল্পনা নেই দেশটির।

আজ সোমবার যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিবিএসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সিবিএসের সঙ্গে এক সাক্ষাৎকারে কমলা উল্লেখ করেন, ইসরায়েলের নিজেদের আত্মরক্ষার অধিকার আছে। তবে তিনি একইসঙ্গে গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার ওপরেও  জোর দেন।

কমলা বলেন, 'ইসরায়েল বা গাজায় সশস্ত্র সেনা পাঠানোর কোনো পরিকল্পনা বা ইচ্ছে আমাদের নেই।'

যেকোনো সূত্রের হিসাব মতে, (চলমান সংঘাতে) অন্তত এক হাজার ৪০০ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। যার ফলে, কোনো প্রশ্ন না তুলেই বলা যায়, দেশটির নিজেকে সুরক্ষা দেওয়ার অধিকার রয়েছে।'

একইভাবে ফিলিস্তিনিদেরও নিজেদের নিরাপত্তা, সুরক্ষা, সম্মান ও অস্তিত্ব রক্ষার অধিকার আছে মন্তব্য করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, 'হামাস ও ফিলিস্তিনিদের এক করে দেখলে চলবে না। আমরা পরিষ্কার করে বলেছি, যুদ্ধের সব নীতি মেনে চলতে হবে এবং (গাজার বাসিন্দাদের কাছে) মানবিক ত্রাণ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে হব।'

 

Comments