কিশোরগঞ্জে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ গ্রুপের হাতাহাতি, আহত ৫

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দেওয়াকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতিতে অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

জেলার পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

দীর্ঘ ১৮ বছর পর আজ কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ইটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে সম্মেলনের আয়োজন করা হয়।

সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফকে ফুল দেওয়াকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে জেলা ছাত্রলীগের সাংগঠনিক লুৎফুর রহমান নয়ন, সাবেক পাঠাগার সম্পাদক আব্দুল কাইয়ুম স্বপন ও সদর উপজেলা ছাত্রলীগকর্মী আরিয়ান আহমেদ বিনয়সহ পাঁচ জন আহত হন।

এ বিষয়ে স্বপন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে ফুল দিতে গিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের লোকজনের হামলার শিকার হয়েছি।'

হামলার নিন্দা ও প্রতিবাদ জানান স্বপন।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ডেইলি স্টারকে বলেন, 'কোথায় এ ঘটনা ঘটেছে আমার জানান নেই। আমি ঘটনাস্থলে ছিলাম না।'

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, 'ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে। তবে উল্লেখ করার মতো কোনো আহত হওয়ার ঘটনা ঘটেনি।'

Comments

The Daily Star  | English

5 killed as train hits auto-rickshaw in Cumilla

The accident took place when the Chattogram-bound Chattala Express train hit a battery-run auto-rickshaw in Kalikapur area

29m ago