গুলশানে ৮ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর গুলশানে ৮ তলা একটি বাণিজ্যিক ভবনের ৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গুলশান-১ এর ৩ নম্বর রোডের ৫০ নম্বর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল হক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ও বারিধারা ফায়ার স্টেশনের ২টি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  

Comments