উত্তরায় রেস্টুরেন্টে আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

উত্তরা, ফায়ার সার্ভিস, আগুন,
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কাজ করছে। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দশ ইউনিটের চেষ্টায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থল থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ শুক্রবার সকালে ফায়ার সার্ভিস মিডিয়া উইংয়ের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটে উত্তরা ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগে। খবর পেয়ে ১০টা ৪৪ মিনিটে সেখানে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়। এরপর আরও আটটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। এরপর আর একটি ইউনিট যোগ দেয়।

উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার, ফায়ার স্টেশনের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে বলে জানান তিনি।

দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Comments