গুলশানে আগুন

উদ্ধারের আশায় মোবাইলের আলো জ্বালিয়ে বেলকনিতে

ভবনের ১০ তলার বেলকনি থেকে ৭-৮ জন মোবাইল ফোনের আলো জ্বালিয়ে উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

গুলশান ২ এলাকার ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনে আটকা পড়া বেশ কয়েকজন উদ্ধারের আশায় বেলকনিতে অবস্থান নিয়েছেন।

রোববার রাত পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই ভবনের ১০ তলার বেলকনিতে ৭-৮ দাঁড়িয়ে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি আগুন দেখতে পাইনি। কিন্তু প্রচুর ধোঁয়া ছিল। ভেতরে আটকে থাকা অন্তত ৪ জনকে বারান্দা থেকে "বাচাও বাচাও" বলে চিৎকার করতে শুনেছি।'

'এক পর্যায়ে অগ্নিদগ্ধ একজন "বাচাও" বলে চিৎকার করে ভবনের একটি বারান্দা থেকে নিচে লাফ দেন,' বলেন তিনি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। 

ভবনটির ১১ তলা থেকে ৩-৪ জনকে লাফ দিয়ে নিচে পড়তে দেখা গেছে। তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইতোমধ্যে ভবন থেকে অন্তত ২০ জনকে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) শাজাহান সিকদার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন। 

এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১ জন মারা গেছেন।

 

Comments

The Daily Star  | English

Sagar-Runi murders: HC grants 6 more months to taskforce to end probe

Additional attorney general seeks nine-month time citing lost documents, staff transfers

27m ago