রাজধানীতে ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
রাজধানী ঢাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক রাত সাড়ে ১২টায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে ঢাকায় আগে এর চেয়ে আরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।
দিনের বিভিন্ন সময় বৃষ্টির পর সন্ধ্যা থেকে একটানা বৃষ্টি হয়। ভারী বৃষ্টিপাতে তেজগাঁও, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, মিরপুর, মোহাম্মদপুর, মহাখালী, বনানী এলাকার সড়ক পানিতে ডুবে যায়।
মানিক মিয়া অ্যাভিনিউ থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, পানিতে তলিয়ে যাওয়ায় এ সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। রাত পৌনে ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টা এ সড়কে সব গাড়ি থেমে ছিল। কিছু গাড়ি বিকল হয়ে যেতে দেখা গেছে। এতে যানজট আরও দীর্ঘ হয়েছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে শুক্রবার পর্যন্ত মাঝারি ও ভারী বৃষ্টিপাত হবে বলে এর আগে পূর্বাভাসে জানানো হয়েছিল।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
Comments