মিরপুরে জলাবদ্ধ সড়কে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু
মিরপুরে জলাবদ্ধ সড়কে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে মিরপুরে ঢাকা কমার্স কলেজ সংলগ্ন হাজী রোড ঝিলপাড় বস্তি এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, 'বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১ জন শিশু, ১ জন নারী ও ২ জন পুরুষ।'
পুলিশ জানায়, ওই এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎ তার ছিঁড়ে পড়ে। সেখান দিয়ে যাওয়ার সময় প্রথমে একই পরিবারের ৪ জন বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাদের বাঁচাতে গিয়ে আরেক যুবকও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।
মৃতরা হলেন-মিজান, তার স্ত্রী মুক্তা, তাদের মেয়ে লিমা এবং এই ৩ জনকে বাঁচাতে যাওয়া যুবক অনিক। মিজান পেশায় সিএনজি অটোরিকশাচালক ছিলেন বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে মিজানের ৬ মাস বয়সী শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে শিশু হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। পরে সেখান থেকে শিশুটিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।
চার জনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে মিরপুর থানার ডিউটি অফিসার রুহুল আমিন ডেইলি স্টারকে জানিয়েছেন।
Comments