বৃষ্টি-জলাবদ্ধতায় আগামীকাল চট্টগ্রামের সব স্কুল-কলেজ বন্ধ

৪ দিনের বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকার ঘরবাড়ি, মসজিদ, বিভিন্ন প্রতিষ্ঠানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছবি: রাজীব রায়হান/স্টার

অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরীর সব স্কুল-কলেজ আগামীকাল মঙ্গলবার বন্ধ থাকবে।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল ৮ আগস্ট শুধু চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

প্রবল বর্ষণে ৪ দিন ধরে পানিবন্দি আছেন চট্টগ্রামের নিচু এলাকার বাসিন্দারা।

গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি আজ সোমবার পর্যন্ত অব্যাহত আছে।

এ অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা ৮-১০ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Bad loans hit alarming record

Awami League-affiliated businesses had already put the country’s banking sector in trouble with huge bad debts, but the loans disbursed through irregularities to these companies turned sour even at a more alarming pace after the party’s ouster.

5h ago