মৎস্য অধিদপ্তরে ৩২ পদে ৭৩২ জনের চাকরির সুযোগ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধিনে মৎস্য অধিদপ্তর সম্প্রতিকালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৩২টি পদে ৭৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ১০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। 

পদের নাম: নক্সাকার 
পদসংখ্যা: ৪টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে সিভিল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ৪ বছর মেয়াদী ডিপ্লোমা।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

পদের নাম: সিনিয়র ফটো আর্টিস্ট
পদসংখ্যা: ১টি
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চারু ও কারুকলা বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে অন্যূন স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১) 

পদের নাম: মেট
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) 

পদের নাম: সেকেন্ড ড্রাইভার 
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিটেন্সি প্রাপ্ত। সংশ্লিষ্ট কাজে ১ বছরের চাকরি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 

পদের নাম: ড্রাইভার (মেরিন)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর 
পদসংখ্যা: ৮টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাঁটলিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন। সাঁটলিপি গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 

পদের নাম: স্টোর কিপার 
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

পদের নাম: ট্রাকচালক 
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ২ বছরের কাজের অভিজ্ঞতা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক প্রদত্ত গাড়ি চালনার ভারী বা হালকা বৈধ লাইসেন্স।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

পদের নাম: কারচালক 
পদসংখ্যা: ৪টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ২ বছরের কাজের অভিজ্ঞতা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক প্রদত্ত গাড়ি চালনার ভারী বা হালকা বৈধ লাইসেন্স।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

পদের নাম: মেকানিক 
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ বছরের অভিজ্ঞতা
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

পদের নাম: তথ্য সংগ্রহ সহকারী 
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত বোর্ড থেকে মৎস্য বিষয়ে ডিপ্লোমা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

পদের নাম: ডেকহ্যান্ড 
পদসংখ্যা: ৮টি
যোগ্যতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিটেন্সি প্রাপ্ত। সংশ্লিষ্ট কাজে ০২ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

পদের নাম: ফিসারম্যান (উচ্চ স্কেল)
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিটেন্সি প্রাপ্ত। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

পদের নাম: হ্যাচারি টেকনিশিয়ান 
পদসংখ্যা: ৭টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত বোর্ড হতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ৩টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 
পদসংখ্যা: ২৪১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন । কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

পদের নাম: গাড়িচালক 
পদসংখ্যা: ৩৯টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ২ বছরের কাজের অভিজ্ঞতা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক প্রদত্ত গাড়ী চালনার ভারী বা হালকা বৈধ লাইসেন্স।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: পাম্প অপারেটর 
পদসংখ্যা: ৩২টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮) 

পদের নাম: ফটোকপি অপারেটর 
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে অন্যূন ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা  (গ্রেড-১৮) 

পদের নাম: অফিস সহায়ক 
পদসংখ্যা: ২৪৪টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 

পদের নাম: নিরাপত্তা প্রহরী 
পদসংখ্যা: ৪১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা (গ্রেড-২০) 

২২.পদের নাম: হ্যাচারি অ্যাটেনডেন্ট 
পদসংখ্যা: ২৮টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 

পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী 
পদসংখ্যা: ১০টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 

পদের নাম: ফিসারম্যান কাম গার্ড 
পদসংখ্যা: ১৪টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 

পদের নাম: ওয়াচম্যান 
পদসংখ্যা: ২৬টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 

পদের নাম: ক্যাশ পিওন 
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 

পদের নাম: মিউজিয়াম অ্যাটেনডেন্ট 
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 

পদের নাম: বাবুর্চি 
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা  (গ্রেড-২০) 

পদের নাম: পন্ড অ্যাটেনডেন্ট 
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 

পদের নাম: সুইপার কাম লস্কর
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 

পদের নাম: পুকুর প্রহরী 
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 

পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল:  ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা: ৩০-৮-২০২৩ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধারা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইট dof.teletalk.com.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে ১-২ নম্বর পদের জন্য ৩৩৪ টাকা; ৩-১৭ নম্বর পদের জন্য ২২৩ টাকা; ১৮-৩২ নম্বর পদের জন্য ১১২ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৭ সেপ্টেম্বর সকাল ১০টা।
আবেদনের পূরণ ও ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ১০ অক্টোবর বিকেল ৪টা।

গ্রন্থনা: আহমেদ হিমেল

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

6h ago