নোয়াখালীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ১

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত নাসির উদ্দিন মাসুদ (৩৭) উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের জালাল আহমদের ছেলে। 

সোমবার দুপুরের দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূপতিপুর গ্রামের হোরাগাজি বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ভোর রাতে গণপিটুনির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব বলেন, আভিযোগ আছে রোববার দিনগত রাতে ভূপতি গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে সিঁধ কেটে চুরি করতে ঢোকে মাসুদ। গৃহকর্তা ও তার ছেলে মাসুদকে আটক করে বেঁধে মারধর করে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে উৎসুক লোকজন ঘটনাস্থলে এসে তাকে গণপিটুনি দিলে মাসুদ মারা যায়।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তাকে থানায় নিয়ে এসেছে।

Comments

The Daily Star  | English

Customs flags hurdles at 3rd terminal of Dhaka airport

Customs House Dhaka said it has found more than a dozen issues related to infrastructure, security, and operational readiness of the new terminal

11h ago