পুতিনের নির্দেশেই প্রিগোশিনকে হত্যা করা হয়েছে: সাবেক সিআইএ কর্মকর্তা

ভাগনার প্রধান
গত ২৪ জুন রাশিয়ার রস্তভ-অন-দন শহরে রুশ সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের সদরদপ্তরের ভেতরে ভিডিও বার্তায় বিদ্রোহের ঘোষণা দেন ভাগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোশিন। ছবি: রয়টার্স ফাইল ফটো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই ভাড়াটে সেনাদল ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন এক সাবেক সিআইএ কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে অনুসারে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর মস্কো স্টেশনের সাবেক প্রধান কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, 'আমার কোনো সন্দেহ নেই যে এ কাজ পুতিনের নির্দেশেই হয়েছে।'

ড্যানিয়েল হফম্যানের মতে, গত জুনে ভাগনার প্রধান প্রিগোশিনের ব্যর্থ বিদ্রোহের পর প্রেসিডেন্ট পুতিন তাকে গ্রেপ্তার না করে মিথ্যা নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন, যাতে প্রিগোশিন স্বাধীনভাবে চলাচল করতে পারেন। আর সেই সুযোগে তাকে হত্যা করা যায়।

সাবেক সিআইএ কর্মকর্তা আরও বলেন, 'এটি পুতিনের নিরাপত্তার প্রশ্ন। যাকে গত জুনে বিশ্বাসঘাতক বলা হয়েছিল তাকে আর কতদূর পর্যন্ত গ্রহণ করা যায়।'

গতকাল রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, মস্কোর উত্তরে বিধ্বস্ত হওয়া ব্যক্তিগত উড়োজাহাজে যাত্রী ছিলেন প্রিগোশিন। বিধ্বস্ত বিমানটিতে ৭ যাত্রী ও ৩ ক্রু ছিলেন। এ ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন বলে জানায় রুশ কর্তৃপক্ষ।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

11h ago