ভাগনার প্রধান প্রিগোশিন বিমান বিধ্বস্ত হয়ে 'নিহত'
রাশিয়ার ভাড়াটে সেনাদল ভাগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোশিনকে বহনকারী ১টি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, উড়োজাহাজের বাকি যাত্রীদের পাশাপাশি প্রিগোশিনও নিহত হয়েছেন।
গতকাল বুধবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কোর উত্তরে একটি এলাকায় বিধ্বস্ত হওয়া ব্যক্তিগত উড়োজাহাজের যাত্রী তালিকায় প্রিগোশিনের নাম ছিল। বিধ্বস্ত বিমানটিতে সাত জন যাত্রী ও তিন জন ক্রু ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে ভাগনার বাহিনীর সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল 'গ্রে জোন' দাবি করে, মস্কোর উত্তরে টাভার অঞ্চলে বিধ্বস্ত হওয়া বিমানটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। স্থানীয়দের বরাতে তারা জানায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
৬২ বছর বয়সী প্রিগোশিন গত জুনে রাশিয়ার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি ব্যর্থ বিদ্রোহের নেতৃত্ব দেন।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বিমানটি মাটিতে আঘাত করার সময় আগুন ধরে যায়। ধ্বংসাবশেষ থেকে ইতিমধ্যে চারটি মৃতদেহ পাওয়া গেছে।
বিমানটি উড্ডয়নের আধা ঘণ্টার কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয় বলেও বার্তা সংস্থাটির খবরে বলা হয়।
Comments