৬ মাসে ১,৫৩৭ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

মেটলাইফ বাংলাদেশ, মেটলাইফ, বিমা, বিমা দাবি,

চলতি বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) মোট ১ হাজার ৫৩৭ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেটলাইফ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকদের বিমা সুবিধা বাবদ প্রাপ্য অর্থের পাশাপাশি চিকিৎসা ও মৃত্যুসাপেক্ষে পরিশোধ করা অর্থ এতে অন্তর্ভুক্ত আছে।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমেদ বলেন, 'গ্রাহকদের জন্য দ্রুত ও ঝামেলাহীন দাবি নিষ্পত্তিসহ বিভিন্ন সেবা দিতে একটি কার্যকরী অবকাঠামো তৈরিতে নিয়মিত বিনিয়োগ করছে মেটলাইফ।'

'দ্রুত বিমা দাবি নিষ্পত্তি গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিমা খাতের ওপর গ্রাহকদের আস্থা দৃঢ় করে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Four reform commission chiefs submit reports to Yunus

They submitted the reports to Yunus at the chief adviser's office in Dhaka's Tejgaon around 11:30am

2h ago