ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলো সম্পাদকের জামিন

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ছবি: সংগৃহীত
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানকে স্থায়ী জামিন দিয়েছেন ঢাকার এক আদালত।

এই মামলায় মতিউর রহমানের আইনজীবী স্থায়ী জামিন চেয়ে আবেদন করলে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের আজ বুধবার এই আদেশ দেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আইনজীবীকে ২ জামিনদারসহ ২০ হাজার টাকা জামিন মুচলেকা দেওয়ার অনুমতি দেন।

এর আগে, গত ৩ মে মতিউর রহমান আদালতে আত্মসমর্পণ করে এই মামলায় জামিন চান।

ঢাকা মহানগরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, বিচারক নিম্ন আদালতে জামিন আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানির জন্য আজ দিন ধার্য করেছিলেন।

এ মামলায় গত ২ এপ্রিল হাইকোর্ট প্রথম আলো সম্পাদকের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানের বিরুদ্ধে গত ২৯ মার্চ মধ্যরাতে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)।

একই মামলায় গ্রেপ্তার হয়ে কয়েক দিন কারাগারে থাকার পর জামিন পান প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান।

প্রথম আলো অনলাইনে গত ২৬ মার্চ একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশের সময় 'গ্রাফিক কার্ড' তৈরি করা হয়। সেই কার্ড নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়। ঢাকার তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অন্য মামলাটি করেন সৈয়দ মো. গোলাম কিবরিয়া।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

53m ago