কলেজশিক্ষার্থী হত্যা মামলায় নাট্যনির্মাতা রিংকুর জামিন

রাফাত মজুমদার রিংকু। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে কলেজশিক্ষার্থী মোহাম্মদ নাঈমুর রহমান নিহতের ঘটনায় দায়ের করা মামলায় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে জামিন দিয়েছেন ঢাকার এক আদালত।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. সাইফুজ্জামান এ আদেশ দেন।

তার মক্কেলের নাম এফআইআরে ছিল না এবং তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো পদে ছিলেন না, শুধু হয়রানি করতে তাকে এই মামলায় জড়ানো হয়েছে, আসামিপক্ষের এমন আবেদনের পরিপ্রেক্ষিতে রিংকুকে জামিন দেন আদালত।

তবে প্রসিকিউশন জামিন আবেদনের বিরোধিতা করে জানায় যে, রিংকু ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত এবং হত্যার সঙ্গে জড়িত ছিলেন।

আজ শুনানির সময় মামলার তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত ছিলেন এবং তিনি মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করেন।

 

Comments