ভিডিও কল সেবা চালু করবে ইলন মাস্কের এক্স

এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো ও সত্ত্বাধিকারী ইলন মাস্ক। ছবি: সংগৃহীত
এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো ও সত্ত্বাধিকারী ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

মূলত মাইক্রো ব্লগিং সাইট হিসেবে পরিচিত হলেও ধীরে ধীরে পূর্ণাঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে রূপান্তরিত হচ্ছে এক্স (সাবেক টুইটার)। সম্প্রতি ভিডিও কলিং সেবা চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ইয়াকারিনো  টুইটারের এক্সে রূপান্তরিত হওয়ার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। ধনকুবের ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের পর থেকে কীভাবে 'এক্স' একটি 'এভরিথিং অ্যাপ' বা সব সেবা পাওয়ার অনন্য প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে, সে বিষয়ে সবিস্তারে বর্ণনা দেন ইয়াকারিনো।

টুইটারের প্রধান নির্বাহী হিসেবে যোগ দেওয়ার পর এটিই গণমাধ্যমের সঙ্গে তার প্রথম সাক্ষাৎকার।

তিনি বলেন, এক্স এমন একটি ফিচার চালু করতে যাচ্ছে যাতে কাউকে ফোন নাম্বার ছাড়াই ভিডিও কল দেওয়া সম্ভব হবে।

গত জুনে ইয়াকারিনো টুইটারের প্রধান নির্বাহী পদে যোগ দেন। সম্প্রতি টুইটারের নাম পরিবর্তন করে 'এক্স' রাখা হয়। ইলন মাস্ক দীর্ঘদিন ধরে একটি সার্বজনীন অ্যাপ তৈরির চেষ্টা চালাচ্ছেন, যেটি সব ধরনের ব্যবহারকারীর কাছে গ্রহণযোগ্যতা পাবে।

টুইটারের নাম বদলে 'এক্স' রাখা এই প্রক্রিয়ার প্রথম ধাপ।

সিএনবিসিকে ইয়াকারিনো বলেন, 'মাস্ক যখন টুইটারে আমার যোগদানের ঘোষণা দেন, তিনি তখন খুব নির্দিষ্ট এবং স্পষ্ট করে বলেছিলেন যে আমি টুইটারকে এক্স বা এভরিথিং অ্যাপে রূপান্তরে সাহায্য করার জন্যই তার সঙ্গে যোগ দিয়েছি'।

এক্সে দীর্ঘ দৈর্ঘ্যের ভিডিও আপলোড সুবিধা ও ক্রিয়েটর সাবসক্রিপশন ফিচারও যোগ হচ্ছে বলে জানান ইয়াকারিনো। তবে এসব ফিচার কবে থেকে চালু হতে যাচ্ছে, সেটি উল্লেখ করেননি তিনি। এক্স এর পক্ষে থেকেও আনুষ্ঠানিকভাবে এসব নতুন ফিচার চালুর দিনক্ষণ সম্পর্কে কিছু বলা হয়নি।

টুইটারের নাম বদলে 'এক্স' করার বিষয়ে তিনি বলেন, 'নাম পরিবর্তনের বিষয়টি টুইটারের স্বাধীনতা অর্জনের সমতুল্য।' তিনি মনে করেন, এই 'স্বাধীনতার' অর্জনের ফলে প্রতিষ্ঠানটি এতদিনের সুপ্রতিষ্ঠিত ধ্যানধারণা থেকে বের হয়ে এসে নতুনত্বের দিকে যাওয়ার সুযোগ পেলো।

ইয়াকারিনো আশা করেন, এক্সের আসন্ন পরিবর্তনগুলোর মাধ্যমে অ্যাপটি ব্যবহারকারীদের 'একই প্ল্যাটফর্মের মাধ্যমে সামাজিক যোগাযোগ, বিনোদন ও আর্থিক লেনদেনের' উপায়কে বদলে দেবে।

গ্রন্থনা: আহমেদ হিমেল

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

2h ago