সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই,

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচক ও লেনদেন বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে কমে ৬ হাজার ৩৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লুচিপ সূচক ডিএস৩০ শূন্য দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬০ পয়েন্ট হয়েছে এবং শরীয়াহ সূচক ডিএসইএস প্রায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৭৮টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৮৭টির কমেছে এবং ১৬৪টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। এদিন ডিএসইতে মোট ৬৩৯ কোটি ১৫ লাখ টাকা লেনদেন হয়েছে। গত কর্মদিবসে যা ছিল ৫৪৬ কোটি ৪৫ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ৫৫টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৪৭টির কমেছে এবং ৬৭টির অপরিবর্তিত আছে। সিএসইতে ৮ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে। এর আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৬৫ লাখ ৬১ হাজার টাকা।

 

 

Comments

The Daily Star  | English

A floating mosaic of guavas, baskets and people

During the monsoon, Jhalakathi transforms into a floating paradise. Bhimruli guava market comes alive with boats carrying farmers, buyers, and tourists.

10h ago