টানা পাঁচ কার্যদিবস পতনের পর ঘুরে দাঁড়াল ঢাকা শেয়ারবাজার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, শেয়াবাজার,

টানা পাঁচ কার্যদিবস সূচকের পতনের পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আজ বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ছয় হাজার ১৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস শূন্য দশমিক ১৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে এবং ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস৩০ শূন্য দশমিক ৪১ শতাংশ বেড়ে ২ হাজার ১০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

তবে টার্নওভার ১৩ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৩০ কোটি টাকায়।

আজ ডিএসইতে ১৭৬টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, ১৫৫টির কমেছে এবং ৬৫টির দর অপরিবর্তিত আছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৮ শতাংশ বেড়ে ১৭ হাজার ৬৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ১১০টি কোম্পানির দর বেড়েছে, ১০৭টির দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। টার্নওভার ৭৮ শতাংশের বেশি বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি ৭৩ লাখ টাকায়।

Comments

The Daily Star  | English
Polytechnic students protest Bangladesh 2025

Polytechnic students issue 48-hr ultimatum over six-point demand

Threaten a long march to Dhaka if govt doesn't respond to demands

2h ago