দ্বিতীয় প্রান্তিকে বিকাশের মুনাফা ২ কোটি ৩৭ লাখ টাকা

দ্বিতীয় প্রান্তিকে বিকাশের মুনাফা ২ কোটি ৩৭ লাখ টাকা

বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ টানা দ্বিতীয় প্রান্তিকে তথা গত এপ্রিল থেকে জুনে মুনাফা করেছে।

গত ৩ মাসে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে ২ কোটি ৩৭ লাখ টাকা।

সুদ আয়ের পাশাপাশি রাজস্ব বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে।

ব্র্যাক ব্যাংকের আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, এপ্রিল-জুন প্রান্তিকে মোবাইল ব্যাংকিং সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানটির রাজস্ব আয় আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেড়ে ১ হাজার ৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

আর্থিক বিবরণী অনুসারে, গত প্রান্তিকে ব্যাংকটির নিট সুদ আয় ৪৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪১ কোটি টাকা।

উচ্চহারে বিনিয়োগের কারণে প্রতিষ্ঠানটি গত কয়েক বছর ধরে লোকসান গোনার পর এ বছর এটি মুনাফায় ফিরে এসেছে।

গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ৩৮ কোটি টাকা। গত বছর একই সময়ে লোকসান হয় ৪২ কোটি টাকা।

চলতি বছরের প্রথম ৬ মাসে বিকাশ ২৩ দশমিক ৫ শতাংশ বেশি রাজস্ব আয় করেছে। গত জানুয়ারি-জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির রাজস্ব আয় হয়েছে ২ হাজার ৩১ কোটি টাকা। এটি ২০২২ সালের একই সময়ে ছিল ১ হাজার ৬৪৪ কোটি টাকা।

২০১১ সালে ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্রভিত্তিক মানি ইন মোশন এলএলসি, বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, অ্যান্ট গ্রুপ ও সফটব্যাংক ভিশন ফান্ডের যৌথ উদ্যোগে বিকাশের যাত্রা শুরু হয়।

বর্তমানে বিকাশের ৭ কোটি ভেরিফাইড গ্রাহক আছে।

Comments

The Daily Star  | English
shutdown at Jagannath University

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

4h ago