নয়াপল্টন এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের ‘নির্দেশ’ বিটিআরসির

ছবি: আব্দুল্লাহ আল আমীন

রাজধানীর নয়াপল্টনে আজ শুক্রবার দুপুর ২টা থেকে বিএনপির মহাসমাবেশ চলছে। সমাবেশস্থলে থাকা অনেকেই জানিয়েছেন, তারা ইন্টারনেট ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, টেলিকম অপারেটরগুলোকে আজ দুপুর ১২টা থেকে ওই এলাকায় থ্রিজি-ফোরজি সেবা বন্ধ রাখার 'নির্দেশ' দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এ বিষয়ে বিটিআরসি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে এর আগে বিটিআরসি কর্মকর্তারা জানিয়েছিলেন, কোনো স্থানে বেশি মানুষ জড়ো হলে মোবাইল ভয়েস ও ডেটা পরিষেবার গতি ধীর হয়ে যায়।

সাধারণত থ্রিজি-ফোরজির মাধ্যমে ইন্টারনেট ও টুজির মাধ্যমে ভয়েস কল করা যায়।

এর আগেও বিএনপির গণসমাবেশ-মহাসমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে ইন্টারনেট সেবা বন্ধের অভিযোগ উঠেছিল।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago