ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি সীমিত করেছে বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি,

দেশের ৬৫০০ জিবিপিএস ব্যান্ডউইথের ৫০ শতাংশের বেশি ভারত থেকে আমদানি না করার সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বর্তমানে বাংলাদেশের ব্যান্ডউইথ ব্যবহারের প্রায় ৬০ শতাংশ, আইআইজি কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল (আইটিসি) কোম্পানিগুলোর মাধ্যমে ভারত থেকে আমদানি করে।

বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি (বিএসপিএলসি) ইন্টারনেটের জন্য মোট ব্যান্ডউইথের ৪০ শতাংশ সরবরাহ করে।

বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী বলেন, নিয়ন্ত্রক সংস্থা ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি আরও কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনতে চায়, একই সঙ্গে বিএসসিপিএলসি-এর মাধ্যমে সাবমেরিন কেবল থেকে সরবরাহ বাড়িয়ে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে।

তিনি বলেন, বাকি ১০ শতাংশ স্যাটেলাইটের মাধ্যমে সরবরাহ করা হবে।

বিটিআরসির নথি অনুসারে, আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) নির্দেশিকা সংশোধনের মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিএসসিপিএলসির সেলস ও মার্কেটিং বিভাগের উপমহাব্যবস্থাপক মো. আরিফুল হক বলেন, তারা অতিরিক্ত ব্যান্ডউইথ সরবরাহ করার জন্য প্রস্তুত আছেন।

সংশোধিত কাঠামোর আওতায়, আইআইজি অপারেটররা তাদের মোট ব্যান্ডউইথের ১০ শতাংশ পর্যন্ত স্যাটেলাইট আর্থ স্টেশন/ভিএসএটি-এর মাধ্যমে ব্যাকআপ ক্যাপাসিটি হিসেবে রাখতে পারবে, যতক্ষণ না বিকল্প লং ডিসটেন্স কমিউনিকেশন (আইএলডিসি) রুট পাওয়া যায়।

স্যাটেলাইট আর্থ স্টেশন বলতে স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগকারী যেকোনো গ্রাউন্ড স্টেশনকে বোঝায়।

ভিএসএটি (ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল) একটি বিশেষ ধরনের স্যাটেলাইট আর্থ স্টেশন, যা ছোট ডিশ অ্যান্টেনা ব্যবহার করে স্যাটেলাইটের মাধ্যমে ডেটা পাঠানো এবং গ্রহণ করে। এটি সাধারণত এমন দূরবর্তী এলাকায় ব্যবহৃত হয়, যেখানে অন্যান্য ইন্টারনেট সংযোগ সীমিত।

অপারেটরদের অবশ্যই সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (এসএলএ) মেনে চলতে হবে এবং স্যাটেলাইটের মাধ্যমে ব্যাকআপ ব্যান্ডউইথ নিশ্চিত করতে বিটিআরসির পূর্ব অনুমোদন নিতে হবে।

Comments

The Daily Star  | English

RMG export to USA grows 14% in FY25

Bangladesh shipped $7.54 billion worth of apparel to the US in the last fiscal year

39m ago