বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আ. লীগের ‘শান্তি সমাবেশ’ শুরু

রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ সংগঠনের ‘শান্তি সমাবেশ’ শুরু হয়েছে। ছবি: রাশেদ সুমন/স্টার

রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ সংগঠনের 'শান্তি সমাবেশ' শুরু হয়েছে।

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।

যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত এ সমাবেশ শুরুর সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়া, নারায়ণগঞ্জ থেকে নেতাকর্মীদের নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

এর আগে দুপুর ১২টার পর থেকে নেতাকর্মীরা 'শান্তি সমাবেশে' অংশ নিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ভিড় জমান।

নারায়ণগঞ্জ ছাড়াও নরসিংদী, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলের দিকে জড়ো হচ্ছেন।

সমাবেশ শুরুর আগে নেতাকর্মীরা ছবি তুলে, নেতাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও বিভিন্ন ধরনের শ্লোগান দেন।

এ 'শান্তি সমাবেশে' প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

গতকাল বৃহস্পতিবার এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পেয়ে সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়।

এদিকে, দুপুর দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত মহাসমাবেশ শুরু হয়েছে বিএনপির।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

51m ago