বরাদ্দ পাওয়া তরঙ্গ ব্যবহার না করায় গ্রামীণফোনকে কারণ দর্শানোর নোটিশ

গ্রামীণফোন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) গ্রামীণফোনকে 'বরাদ্দ দেওয়া তরঙ্গ ব্যবহার না করায়' কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

গত ১ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের কারণ দর্শানোর নোটিশ সম্পর্কে জানান।

তিনি বলেন, গত ৩০ জুন বিটিআরসির কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোন অপারেটরদের বৈঠকে বিটিআরসির টেস্ট ড্রাইভের প্রাথমিক প্রতিবেদন তুলে ধরা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী পলক অপারেটরদের জানান, তারা বরাদ্দ পাওয়া তরঙ্গ ব্যবহার করছেন না।

প্রতিমন্ত্রীর ভাষ্য, 'আমরা বিটিআরসি চেয়ারম্যানের কাছে জানতে চেয়েছি, তারা কেন প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনি। জবাবে তিনি বলেন, এক্ষেত্রে তাদের জরিমানার সুযোগ আছে। এ জন্য আইনি প্রক্রিয়ায় আমরা প্রথমে গ্রামীণফোনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।'

'সঠিক ব্যাখ্যা দিলে এবার তাদের ক্ষমা করে দেওয়া হবে। তা না হলে বিটিআরসি তাদেরকে এক কোটি থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করতে পারে,' যোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, এ বিষয়ে অন্য অপারেটরদের কার্যক্রমও যাচাই করা হচ্ছে।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন শরফুদ্দিন আহমেদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা গতকাল নোটিশ পেয়েছি। যথাসময়ে জবাব দেব।'

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

4h ago