আ. লীগের অনলাইন ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করতে বিটিআরসিকে অনুরোধ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি,

বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমের সব পেইজ অবিলম্বে সরিয়ে ফেলতে ও ব্লক করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ করেছে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা (এনসিএসএ)।

সংস্থাটি এক চিঠিতে বিটিআরসিকে অনুরোধ করেছে—মেটা (ফেসবুক), এক্স (সাবেক টুইটার), ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোকে আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত সব সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করতে বলার জন্য।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করার পর এই পদক্ষেপ নেওয়া হলো। এ ছাড়াও, চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে।

সাইবার নিরাপত্তা অধ্যাদেশ-২০২৫'র ধারা ৮(২) উদ্ধৃত করে এনসিএসএ চিঠিতে উল্লেখ করেছে—কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক কনটেন্ট যদি জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা, ধর্মীয় সম্প্রীতি বা আইনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করে, তাহলে তা অপসারণ বা ব্লক করার নির্দেশ আইন প্রয়োগকারী সংস্থা দিতে পারে।

Comments

The Daily Star  | English
bangladesh plans to join halal economy

Bangladesh eyes stake in $7 trillion global halal economy: Ashik Chowdhury

Industry people join Bangladesh-Malaysia Chamber-organised seminar to explore Bangladesh’s potential

1h ago