সরকার র‌্যাবকে ব্যবহার করেছে হত্যা-গুমের জন্য: মির্জা ফখরুল

তারুণ্যের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: টিটু দাস/স্টার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'বিএনপি অবশ্যই নির্বাচন চায়। তবে তা নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। সেজন্য সংসদ বিলুপ্ত করতে হবে। এই অবৈধ সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না।'

আজ শনিবার বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত বিএনপির 'বরিশাল বিভাগীয় তারুণ্যের সমাবেশে' তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, 'এই দেশটাকে বাঁচাতে হলে আন্দোলনের মধ্য দিয়ে, তরুণদের সামনে এগিয়ে দিয়ে মুক্ত-স্বাধীন বাংলাদেশ গড়তে হবে।'

'এই সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে ভোট চুরি করা আর চুরি করা টাকা বিদেশে পাচার করা', যোগ করেন তিনি।

ছবি: টিটু দাস/ স্টার

সমাবেশে জিনিসপত্রে দাম বৃদ্ধির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'এই সরকার কাগজের দাম বাড়িয়েছে, কলমের দাম বাড়িয়েছে, প্রতিটি জিনিসের দাম বাড়িয়েছে। সরকার র‌্যাবকে ব্যবহার করেছে হত্যা, গুমের জন্য। এজন্য র‌্যাবের বিরুদ্ধে স্যাংশন এসেছে।'

বরিশালের সিটি নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, 'বরিশালের সিটি নির্বাচন হয়ে গেল, আবার তারা ইভিএমকে ব্যবহার করল। এখানে একজন আলেম, শ্রদ্ধেয় মানুষ চরমোনাই পীর সাহেবকে পর্যন্ত তারা আঘাত করতে দ্বিধাবোধ করল না।'

তিনি তরুণদের উদ্দেশে বলেন, 'তরুণরা জেগে উঠুন। ঐক্যবদ্ধ হোন। ফ্যাসিবাদী সরকার পরিবর্তন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।'

জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত এই সমাবেশে বরিশাল বিভাগের ৬ জেলার হাজার হাজার তরুণ অংশ নেন। বিপুল সংখ্যক তরুণ জাতীয় পতাকা, ফেস্টুন ও ক্যাপে সজ্জিত হয়ে দুপুর থেকে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। তারা গান, কবিতা ও ম্লোগানে মাতিয়ে রাখেন অনুষ্ঠান।

ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে যুবদল কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

Comments

The Daily Star  | English

5 dead bodies recovered from launch in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

22m ago