টিসিবির ৬০ হাজার কার্ড বাতিল করল বরিশাল সিটি করপোরেশন

নিম্ন আয়ের জনগণের জন্য বরাদ্দ টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ফ্যামিলি বা পরিবার কার্ডের দুই-তৃতীয়াংশই বাতিল করেছে বরিশাল সিটি করপোরেশন। সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর সময় বিতরণ হওয়া ৯০ হাজার কার্ডের মধ্যে ৬০ হাজারই বাতিল করে দেওয়া হয়েছে। 

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, মিথ্যা তথ্য দিয়ে, নিয়ম ভেঙে ও এক পরিবারে একাধিক টিসিবি কার্ড গ্রহণের মতো অভিযোগে এসব কার্ড বাতিল হয়েছে। 

বাতিল কার্ডগুলো আবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিটি করপোরেশনের বাইরে বরিশালের ১০ উপজেলায় এখন এক লাখ ২৯ হাজার ৯২১ জন টিসিবির সেবা গ্রহণ করছেন। ৯১ জন ডিলারের মাধ্যমে তাদের মাঝে তিনটি পণ্য বিতরণ করা হয়— দুই লিটার তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল, যার মোট বাজারমূল্য ৯০০ টাকার বেশি। টিসিবির মাধ্যমে ভোক্তারা তা পাচ্ছেন ৪৭০ টাকায়।

টিসিবির সেবা প্রসঙ্গে শহরের ২ নম্বর ওয়ার্ডের এক ভোক্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগে রাজনৈতিক বিবেচনায় এসব কার্ড দেওয়া হতো। এক পরিবারের একাধিক সদস্যও পেতেন কার্ড। যে কারণে আসল গরীবরা টিসিবির পণ্য পেতেন না।'

টিসিবি পণ্যের ডিলার মিজানুর রহমান জানান, বর্তমানে তার অধীনে দুই হাজার ১০০ জন কার্ডধারী ভোক্তা রয়েছেন। কিন্তু এখান থেকে কেবল ৬০০ জন আগামী মাস থেকে টিসিবির পণ্য পাবেন।

'এর মূল কারণ বেশিরভাগ কার্ডে ভুল ও মিথ্যা তথ্য পাওয়া গেছে। এক পরিবারের একাধিক কার্ডও পাওয়া গেছে,' বলেন মিজানুর।

এ ব্যাপারে টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল বলেন, 'যাচাই-বাছাই শেষে ৬০ হাজার কার্ডে অনিয়ম পেয়েছে সিটি করপোরেশন। এক পরিবার থেকে একাধিক কার্ড নেওয়ার কোনো নিয়ম নেই। কিছু বাতিল কার্ডে তথ্য অসম্পূর্ণ ছিল, বাকিগুলো নির্ধারিত শর্ত পূরণ করেনি।' 

'টিসিবির পক্ষ থেকে সিটি করপোরেশনকে ৩১ হাজার ৫৭৪টি স্মার্ট কার্ড ফেরত দিয়েছি। কার্ড বিতরণ শেষে আমরা পণ্য সরবরাহ করব,' যোগ করেন তিনি।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী বলেন, 'বিভিন্ন যৌক্তিক কারণেই' এসব কার্ড বাতিল হয়েছে।

'আমরা সিদ্ধান্ত নিয়েছি বাতিল কার্ডগুলো প্রকৃত দরিদ্রদের মধ্যে বিতরণ করব। তবে যাদের কার্ড বাতিল হয়েছে, তাদের পুনরায় কার্ড পাওয়ার সম্ভাবনা খুবই কম,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago