উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

বাজির দরে পিছিয়ে থেকে রোমাঞ্চ খুঁজে পাচ্ছেন ইনজাগি

ছবি: এএফপি

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনালে ইন্টার মিলানের হয়ে বাজি ধরার লোক কমই। এই অসমতাতে ফুটবলের রোমাঞ্চকর দিকটি ফুটে ওঠে বলে মনে করেন সিমোনে ইনজাগি। নেরাজ্জুরিদের কোচের সঙ্গে দ্বিমত করার উপায় নেই। চমক দেখিয়ে ফেভারিট সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ইন্টারের জন্য কঠিন হলেও অসম্ভব নয়।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে তুরস্কের ইস্তানবুলে। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় খেলা গড়াবে মাঠে।

বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো পরাশক্তিদের রীতিমতো উড়িয়ে ফাইনালে উঠেছে কোচ পেপ গার্দিওলার সিটি। অসাধারণ ফর্মে থাকা ইংলিশ চ্যাম্পিয়নরা আছে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে নিজেদের প্রথম শিরোপার খোঁজে। অন্যদিকে, ইতালিয়ান ক্লাব ইন্টার এই পর্যন্ত এসেছে প্রত্যাশাকে ছাপিয়ে। তাদের সামনে রয়েছে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতার হাতছানি।

উয়েফার অফিসিয়াল ওয়েবসাইটকে সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে রোমাঞ্চ নিয়ে কঠিন লড়াইয়ের অপেক্ষায় থাকার কথা জানান ইনজাগি, 'এটি খুবই কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। বাজির দর আমাদের পক্ষে নেই, কিন্তু এটাই ফুটবলকে রোমাঞ্চকর করে তোলে। আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, যাদের কোচকে আমরা সবাই ভালোভাবে চিনি। তবে আমরা প্রস্তুত থাকার চেষ্টা করছি।'

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের কৌশলে কোনো পরিবর্তন না আনার পরিকল্পনায় আছেন ইন্টার কোচ, 'আমাদের কর্মপন্থা বদলাবে না। খেলার মাঝে এমন কিছু মুহূর্ত আসবে, যেখানে আমাদের আরও আক্রমণাত্মক হতে হবে এবং অন্য সময়ে আমাদের রক্ষণাত্মকভাবে শক্তিশালী থাকতে হবে। প্রস্তুতির জন্য আরও কিছু সময় বাকি আছে এবং আমরা প্রতিটি খুঁটিনাটি বিষয় আমরা বিবেচনায় রাখছি।'

প্রতিপক্ষের তারকা স্প্যানিশ কোচ গার্দিওলাকে নিয়ে তুমুল প্রশংসা ঝরে তার কণ্ঠে, 'ফুটবল নিয়ে তার বোঝাপড়া ও নিজস্ব খেলার ধরনের মাধ্যমে তিনি আলোড়ন তৈরি করেছেন, যা তার বার্সেলোনায় থাকার সময় থেকে চলে আসছে। তিনি দিন দিন উন্নতি করে চলেছেন। তাই আমার মতে এটা ন্যায্য যে তাকে বিশ্বের অন্যতম সেরা কোচ হিসেবে বিবেচনা করা হয়।'

ফাইনালে শিষ্যদের আরও তাড়না নিয়ে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়ে ইনজাগি বলেন, 'আমরা এমন একটি ফাইনালে পৌঁছেছি যেটার স্বপ্ন সবাই দেখেছিলাম। আর দুর্দান্ত কায়দায় আমরা সেটা করে দেখিয়েছি। এই প্রসঙ্গে আরেকটি শব্দ আমি ব্যবহার করব, যা হলো "একতা"। কারণ আমাদের দর্শক ও ভক্তদের সঙ্গে নিয়ে আমরা এমন কিছু করেছি, যা অর্জন করা সম্ভব বলে মনে হচ্ছিল না।'

Comments

The Daily Star  | English
Bangladeshi migrants workers rights in Malaysia

Malaysia agrees to recruit 'large number' of Bangladeshi workers

Assurance will be given to ensure their wages, safety, and overall welfare, according to ministry officials

35m ago