মৌসুম শেষে ম্যান সিটি ছাড়ছেন ডি ব্রুইনা

ছবি: এএফপি

গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। এবার বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা নিজেই নিশ্চিত করলেন। চলমান মৌসুম শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি ছাড়ছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৩ বছর বয়সী তারকা শুক্রবার দিয়েছেন চলে যাওয়ার ঘোষণা, 'সব গল্পেরই একটা শেষ আছে। তবে নিঃসন্দেহে এটা (ম্যান সিটিতে খেলা) সেরা অধ্যায় ছিল। চলুন, বাকি সময়টুকু আমরা একসঙ্গে উপভোগ করি!'

ডি ব্রুইনার সঙ্গে প্রিমিয়ার লিগের শিরোপাধারীদের চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন শেষ হয়ে যাচ্ছে। এরপর আর চুক্তি নবায়ন হচ্ছে না দুই পক্ষের মধ্যে। মূলত, কোনো তরফ থেকেই খুব বেশি আগ্রহের দেখা মেলেনি। ২০১৫ সালে জার্মান ক্লাব ভলফসবুর্গ থেকে পাঁচ কোটি ৪৫ লাখ পাউন্ডে তাকে কিনেছিল সিটিজেনরা। ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে বর্তমানে তার দশম মৌসুম চলছে।

'প্রিয় ম্যানচেস্টার' ক্যাপশনের বিদায়ী বার্তার শুরুতে ডি ব্রুইনা লিখেছেন, 'এটা (সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্ট) দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে, বিষয়টা কোন দিকে এগোচ্ছে। তাই আমি সরাসরিই সেই আলাপে চলে যাব এবং আপনাদের সবাইকে জানাচ্ছি যে, ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে সামনের কয়েকটি মাসই হবে আমার শেষ সময়।'

প্রিমিয়ার লিগের ইতিহাসের সেরা ফুটবলারদের মধ্যে ডি ব্রুইনা আরও আগেই ঠাঁই করে নিয়েছেন। টানা চারটিসহ মোট ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা তিনি জিতেছেন সিটির জার্সিতে। পাশাপাশি একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, দুটি এফএ কাপ ও পাঁচটি কারাবাও কাপ উঁচিয়ে ধরার তৃপ্তি পেয়েছেন। কোচ পেপ গার্দিওলার অধীনে ২০২২-২৩ মৌসুমে ট্রেবল জেতা (প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ) স্কোয়াডের গর্বিত সদস্য ছিলেন তিনি।

ভক্তদের উদ্দেশ্যে ডি ব্রুইনা লিখেছেন, 'এই বিষয়টি (ক্লাব ছেড়ে যাওয়া) নিয়ে লেখা সহজ নয়, কিন্তু ফুটবল খেলোয়াড় হিসেবে আমরা সবাই জানি যে, এই দিনটি একসময় আসে। সেই দিনটি চলে এসেছে এবং সবার আগে আমার মুখ থেকেই এটি শোনা আপনাদের প্রাপ্য।'

ম্যান সিটিতে যা কিছু অর্জন করেছেন, তা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি, 'ফুটবল আমাকে আপনাদের সকলের কাছে এবং এই শহরে পৌঁছে দিয়েছে। আমি কেবল আমার স্বপ্নের পেছনে ছুটেছি, কিন্তু এটা জানতাম না যে, এই সময়টা (সিটিতে থাকাকালীন) আমার জীবন বদলে দেবে। এই শহর, এই ক্লাব, এই মানুষগুলো... আমাকে সবকিছু দিয়েছে। সেসবের প্রতিদান দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না! আর দেখো— আমরা সবকিছু জিতেছি।'

সিটির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১৩ ম্যাচ খেলেছেন ডি ব্রুইনা। তিনি নিজে করেছেন ১০৬ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭৪ গোল। ব্যক্তিগতভাবে দুবার প্রিমিয়ার লিগের মৌসুমসেরা খেলোয়াড়, চারবার ম্যান সিটির মৌসুমসেরা খেলোয়াড় ও একবার চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমসেরা মিডফিল্ডারের পুরস্কার জিতেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যান সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, 'এই গ্রীষ্মে কেভিন ডি ব্রুইনার চুক্তির মেয়াদ শেষ হলে ম্যানচেস্টার সিটি তাকে আবেগঘন বিদায় জানাবে, যার মাধ্যমে এই ক্লাবে তার ১০ বছরের উজ্জ্বল সময়ের অবসান ঘটবে।'

Comments

The Daily Star  | English

Govt plans to include private sector in US tariff talks

Bangladesh is currently reviewing the proposals and will send a response within the next couple of days, Commerce Secretary Mahbubur Rahman told The Daily Star yesterday over the phone.

14h ago