বার্সেলোনা বনাম ইন্টার: পুরনো দ্বৈরথের নতুন অধ্যায়

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও ইন্টার মিলান। সবশেষ ২০২৩ সালের কোয়ার্টার ফাইনালে দেখা হয়েছিল এই দুই দলের। এবারের লড়াই আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে, কারণ উভয় দলই এখন ট্রেবল জয়ের দৌড়ে।
ইউরোপের শীর্ষ এই প্রতিযোগিতার সেমি-ফাইনাল সব সময়ই শীর্ষ মানের দলগুলোর মধ্যে হয়, এবারের লড়াইও তার ব্যতিক্রম নয়। ফ্লিকের দল সম্প্রতি ডর্টমুন্ডে তাদের অপরাজিত যাত্রা শেষ করেছে, তবে তারা এখনো 'ট্রেবল' জয়ের দৌড়ে আছে। অন্যদিকে ইন্টার মিলানও তিনটি শিরোপার প্রতিযোগিতায় টিকে আছে।
এখন পর্যন্ত বার্সেলোনা ও ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগে মোট ১২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১০টি ম্যাচই ছিল গ্রুপ পর্বে, যা এই পর্যায়ে নিয়মিত লড়াই হিসেবেই ধরা যায়। পরিসংখ্যানে বার্সেলোনা এগিয়ে—১২ ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছে বার্সা, ৪টি ড্র হয়েছে এবং ২টি ম্যাচে জিতেছে ইন্টার মিলান।
তবে বার্সেলোনার জন্য সূচিটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে ফাইনালের তির দিন পরই মাঠে নামতে হবে তাদের। দ্বিতীয় লেগের ম্যাচেও ঝামেলায় পড়বে কাতালানরা। কারণ ইন্টারের মাঠ থেকে ফেরার চারদিন পর তাদের লা লিগার ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে রিয়াল মাদ্রিদের।
কোয়ার্টার ফাইনালে অবশ্য সবার দৃষ্টি ছিল সান্তিয়াগো বার্নাব্যুতে আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের মধ্যেকার দ্বিতীয় লেগের লড়াইয়ের ফলাফলের। তবে রিয়ালের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে ইংলিশ ক্লাবটি। বুকায়ো সাকা ও মার্তিনেলির গোলে ২-১ ব্যবধানে জয় পায় তারা, মোট ৫-১ ব্যবধানে সেমিতে ওঠে। রিয়ালের বিদায়টা ছিল অনেকটাই নিস্পৃহ এবং সাদামাটা। আনচেলত্তির শিষ্যরা তেমন কিছুই করতে পারেনি।
আগের দিন ডর্টমুন্ডে ৩-১ গোলে হেরে যায় বার্সেলোনা — যা তাদের এই মৌসুমের সবচেয়ে বাজে পারফরম্যান্স বলে ধরা হচ্ছে। ২০২৫ সালে এই প্রথম হার, যেখানে আগের ২৪ ম্যাচে অপরাজিত (২০ জয়, ৪ ড্র) ছিল তারা। তবে প্রথম লেগে ৪-০ ব্যবধানে জয় থাকায় দ্বিতীয় লেগের হার বিশেষ সমস্যা তৈরি করেনি। হ্যান্সি ফ্লিকের দল ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ফিরেছে।
অন্যদিকে লুইস এনরিকে'র পিএসজি মুখোমুখি হবে আর্সেনালের। পিএসজি এর আগে দুই ইংলিশ ক্লাব লিভারপুল এবং অ্যাস্টন ভিলার মতো প্রতিপক্ষকে হারিয়ে এসেছে। অ্যাস্টন ভিলা শেষদিকে দুর্দান্ত ঘুরে দাঁড়ালেও, তাদের 'অলৌকিক' প্রত্যাবর্তন স্বপ্নই থেকে গেছে।
সেমিফাইনালের সময়সূচি:
আর্সেনাল বনাম পিএসজি
প্রথম লেগ:
২৯ এপ্রিল, মঙ্গলবার
এমিরেটস স্টেডিয়াম, লন্ডন
দ্বিতীয় লেগ:
৭ মে, বুধবার
পার্ক দে প্রিন্সেস স্টেডিয়াম, প্যারিস
বার্সেলোনা বনাম ইন্টার মিলান
প্রথম লেগ:
৩০ এপ্রিল, বুধবার
এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস, বার্সেলোনা।
দ্বিতীয় লেগ:
৬ মে, মঙ্গলবার
জুসেপে মেযা স্টেডিয়াম (সান সিরো), মিলান।
(সব ম্যাচ দিবাগত রাত ১টায়)
Comments