ইরানের প্রথম হাইপারসনিক ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’
ইরান তাদের প্রথম হাইপারসনিক ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে।
আজ মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
ইরানের অভ্যন্তরীণ সম্পদ ও উপকরণ দিয়ে তৈরি এই ক্ষেপণাস্ত্রের বিষয়টি প্রথম জানায় ইরানের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ মাধ্যম আইআরএনএ এজেন্সি। বিশ্লেষকদের মতে, এ ঘোষণায় তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কে আরও টানাপড়েন দেখা দেবে।
'ফাত্তাহ' নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। এ বিষয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও ইরানের এলিট রেভোল্যুশনারি গার্ডের শীর্ষ কমাণ্ডাররা অংশ নেন।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে অন্তত ৫ গুণ বেশি গতিতে চলতে পারে এবং এটি 'জটিল গতিপথ' অনুসরণ করতে পারে, যার ফলে রাডার বা অন্যান্য প্রথাগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একে চিহ্নিত করা বেশ কঠিন হয়ে পড়ে।
The domestically-developed hypersonic missile "Fattah", #Iran IRGC's most recent achievement, was unveiled on Tuesday morning (June 6) in the presence of President Ebrahim Raisi. pic.twitter.com/wzwUTRR3ez
— IRNA News Agency (@IrnaEnglish) June 6, 2023
এ বিষয়ে টুইটারে একটি পোস্ট করে আইআরএনএ।
Comments