জিন্নাহ হাউসে হামলার ঘটনায় ইমরান খানকে তলব

পাকিস্তানের সাবেক প্রধামন্ত্রী ইমরান খান। ফাইল ছবি: এএফপি
পাকিস্তানের সাবেক প্রধামন্ত্রী ইমরান খান। ফাইল ছবি: এএফপি

জিন্নাহ হাউস নামে পরিচিত লাহোর কর্পস কমান্ডার হাউসে গত ৯ মে হামলার পর গঠিত যৌথ তদন্তকারী দল (জেআইটি) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।

আজ মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টার সময় ইমরান খানকে কিল্লা গুজ্জার পুলিশ সদরদপ্তরে উপস্থিত হতে বলা হয়েছে।

এই হামলার ঘটনায় সারোয়ার রোড থানায় দায়ের করা মামলার বিপরীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি কারারুদ্ধ অবস্থায় 'জিন্নাহ হাউস'-এ হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে উৎসাহ যুগিয়েছেন।

যৌথ তদন্ত কমিটির প্রধান লাহোরের ডিআইজি (তদন্ত) কামরান আদিল সাবেক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে এই সমন জারি করেন।

লাহোরের পুলিশ প্রধান বিলাল সিদ্দিক কামিয়ানা ইমরান খানের বিরুদ্ধে সমন জারির বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই হামলার ঘটনার সঙ্গে ইমরান কতটুকু সম্পৃক্ত, তা নির্ধারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রাথমিক তদন্ত প্রতিবেদনে অন্যান্য জ্যেষ্ঠ পিটিআই নেতা ও কর্মীদের নাম রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

1h ago