যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ‘প্রথম শান্তিপূর্ণ রাত’ জানাল ভারতীয় সেনাবাহিনী

শ্রীনগরে ডাল লেকের তীরে বসে আছে একটি কাশ্মীরি পরিবার; পাশে টহল দিচ্ছেন এক ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্য। ফাইল ছবি: এএফপি

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গতরাত 'শান্তিপূর্ণ' ছিল বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এসময় কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

আজ সোমবার এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, টানা চার দিন ধরে মিসাইল, ড্রোন ও গোলাবর্ষণে অন্তত ৬০ জনের মৃত্যু এবং হাজারো মানুষ ঘরছাড়া হওয়ার পর শনিবার দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে ১৯৯৯ সালের যুদ্ধের পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ সংঘাত, যা নিয়ে বিশ্বজুড়ে আশঙ্কা তৈরি হয়েছিল যে পরিস্থিতি যুদ্ধে রূপ নিতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর এনিয়ে সন্দেহ দেখা দেয়,  কারণ কয়েক ঘণ্টার মধ্যেই উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তোলে।

তবে ভারতীয় সেনাবাহিনী জানায়, 'কাশ্মীরসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে রাত শান্তিপূর্ণভাবে কেটেছে'

বিবৃতিতে আরও বলা হয়, ' গোলাগুলির কোনো খবর পাওয়া যায়নি, সাম্প্রতিক দিনগুলোর মধ্যে প্রথম শান্তিপূর্ণ রাত হিসেবে চিহ্নিত করা যায় একে।'

এএফপির প্রতিবেদনে বলা হয়, এনিয়ে টানা দ্বিতীয় দিন ভারত শাসিত কাশ্মীরের সীমান্তবর্তী শহর পুঞ্চেও গোলাগুলি হয়নি।

সাম্প্রতিক সংঘাতে পুঞ্চ ছিল অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা, যেখানে অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আনুমানিক ৬০ হাজার বাসিন্দার বেশির ভাগই ঘর ছেড়ে পালিয়ে যান।

গতকাল থেকে কিছু মানুষ শহরে ফিরতে শুরু করেছেন যদিও অনেকে এখনও উদ্বিগ্ন যে যুদ্ধবিরতি হয়তো স্থায়ী হবে না।

Comments

The Daily Star  | English
rickshaws banned on Dhaka's main roads

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

48m ago