টি-টোয়েন্টি দলে ফিরলেন শাহিন, বাইরেই বাবর-রিজওয়ান

পাকিস্তানের সবশেষ দুটি টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না শাহিন শাহ আফ্রিদি। এই বাঁহাতি পেসারকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের স্কোয়াডে ফেরানো হয়েছে। তবে এবারও জায়গা মেলেনি দুই অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের।
শুক্রবার সালমান আলী আগার নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যুক্তরাষ্ট্রের লডারহিলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে তারা। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই। বাকি দুটি টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২ ও ৩ আগস্ট।
২৫ বছর বয়সী শাহিন শেষবার এই সংস্করণে খেলেছিলেন গত মার্চে, নিউজিল্যান্ড সফরে। ওই সিরিজে তার বোলিং পারফরম্যান্স ছিল ভীষণ হতাশাজনক। চার ম্যাচ খেলে স্রেফ ২ উইকেট শিকার করতে পেরেছিলেন। তার গড় ছিল ৬৬.৫০, ইকোনমি ছিল ১০.২৩। এরপর বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান দল। বাদ পড়ায় কোনোটিতেই খেলতে পারেননি শাহিন।
শাহিনের পাশাপাশি ফেরানো হয়েছে দুই পেসার হারিস রউফ ও হাসান আলীকে। তাদেরকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন সালমান মির্জা, আহমেদ দানিয়াল ও আব্বাস আফ্রিদি। তারা বাংলাদেশের মাটিতে ২-১ ব্যবধানে পরাস্ত হওয়া সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ছিলেন।
বাবর ও রিজওয়ান অবশ্য থেকে গেছেন ক্ষুদ্রতম সংস্করণের দলের বাইরেই। তারা শেষবার পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে, দক্ষিণ আফ্রিকা সফরে। তবে অনুমিতভাবেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে আছেন অধিনায়ক রিজওয়ান ও বাবর।
দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮, ১০ ও ১২ আগস্ট। ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ব্যাটার হাসান নওয়াজ।
পাকিস্তান টি-টোয়েন্টি দল:
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
পাকিস্তান ওয়ানডে দল:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
Comments