ত্রাণ দুর্নীতির মামলায় মোসাদ্দেক আলীর খালাসের রায় আপিল বিভাগেও বহাল

মোসাদ্দেক আলী | ছবি: সংগৃহীত

ত্রাণ দুর্নীতির মামলায় সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুর খালাসের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পূর্ণ বেঞ্চ রিভিউ আবেদন নিষ্পত্তি করেন।

মোসাদ্দেক আলী ফালুর পক্ষে আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল ও দুদকের পক্ষে আইনজীবী একেএম ফজলুল হক শুনানি করেন।

সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শাসন আমলে ২০০৭ সালে মামলাটি দায়ের হয়েছিল। ওই মামলার বিচারিক কার্যক্রম বাতিল করে হাইকোর্ট বিভাগ মোসাদ্দেক আলীকে খালাস দেন। ২০২১ সালের ২ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) সেই রায় চ্যালেঞ্জ করে আপিল বিভাগে রিভিউ আবেদন করে।

রাজধানী ঢাকার তেজগাঁও থানায় ফালুসহ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সরকারি ত্রাণ সামগ্রীর অপব্যবহারের অভিযোগ আনা হয়। পরবর্তীতে ঢাকার একটি আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার বিচার কার্যক্রমকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট আবেদন করেছিলেন ফালু। ২০১৮ সালের ৭ মার্চ শুনানি নিয়ে আদালত মামলাটির বিচারিক কার্যক্রম বাতিল করেন।

হাইকোর্ট বিভাগের দেওয়া রায় চ্যালেঞ্জ করে পরবর্তীতে দুদক আপিল বিভাগে আবেদন করে।

Comments

The Daily Star  | English
Tamim Iqbal

Tamim announces retirement from international cricket, again

Bangladesh's star opener Tamim Iqbal announced his retirement from international cricket through a post from his official Facebook page today.

3h ago