ঘূর্ণিঝড় মোখা

মিয়ানমারে অন্তত ৩ জনের মৃত্যু

মিয়ানমারের আঘাত করেছে ঘূর্ণিঝড় মোখা। ছবি: এএফপি

মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে আঘাত করেছে ঘূর্ণিঝড় মোখা। আজ রোববার বিকেলে মিয়ানমারের আবহাওয়া দপ্তর এই তথ্য জানিয়েছে। 

তারা জানায়, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা আজ বিকেলে মিয়ানমারের উপকূল অতিক্রম করা শুরু করে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০৯ কিলোমিটার। রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের কাছ দিয়ে ঘূর্ণিঝড়ের কেন্দ্র অতিক্রম করবে।

এপি জানায়, ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে মিয়ানমারে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশটির পূর্বাঞ্চলীয় শান রাজ্যের উদ্ধারকারী দল তাদের ফেসবুক পেজে জানিয়েছে, তারা তাচিলেক শহরে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে চাপা পড়া এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে। 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্য মান্দালয় অঞ্চলের পাইন ও লুইন শহরে গাছের নিচে চাপা পড়ে একজন মারা গেছেন।
 

Comments

The Daily Star  | English

Climate finance: $250b a year needed

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

12m ago