ক্যাম্পাস
ঘূর্ণিঝড় মোখা

চবির ১৬-১৭ মে’র ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়সূচিতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ম বর্ষ স্নাতকের (সম্মান) আগামী ১৬ ও ১৭ মে তারিখের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়সূচিতে অনুষ্ঠিত হবে।
চবি
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ম বর্ষ স্নাতকের (সম্মান) আগামী ১৬ ও ১৭ মে তারিখের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়সূচিতে অনুষ্ঠিত হবে।

আজ রোববার সন্ধ্যায় চবির ডেপুটি রেজিস্ট্রার দিবাকর বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আগামী ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত চবির ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতকের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কিন্তু, ঘূর্ণিঝড় মোখার কারণে ১৬ ও ১৭ মে তারিখের ভর্তি পরীক্ষা স্থগিত হতে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে এর আগে জানা গিয়েছিল।

পরে আজ রোববার ঘূর্ণিঝড়টি মিয়ানমারের স্থলভাগে প্রবেশ করার পর ক্রমশ দুর্বল হয়ে পড়ায় ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে বিশ্ববিদ্যালয়।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়, চবির ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতকের (সম্মান) 'এ' ইউনিটের ১৬ ও ১৭  মে তারিখের ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

অন্যান্য ইউনিটের পূর্বনির্ধারিত ভর্তি পরীক্ষাগুলোও যথাসময়ে অনুষ্ঠিত হবে।

 

Comments