মিয়ানমার উপকূলে সাইক্লোন মোখার আঘাত

ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে আঘাত করেছে। মিয়ানমারের আবহাওয়া দপ্তর আজ বিকেলে এই তথ্য জানিয়েছে।

তারা জানায়, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা রোববার বিকেলে মিয়ানমারের উপকূল অতিক্রম করা শুরু করে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০৯ কিলোমিটার। রাখাইন রাজ্যের রাজধানী সিটুয়ের কাছ দিয়ে ঘূর্ণিঝড়ের কেন্দ্র অতিক্রম করবে।

মিয়ানমারের স্থানীয় সময় আজ দুপুর সাড়ে ১২টা (বাংলাদেশ সময় ১২টা) পর্যবেক্ষণ অনুসারে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এসময় ঘূর্ণিঝড়ের কেন্দ্র রাখাইন রাজ্যের সিটুয়ে থেকে ৫৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে ছিল।

ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে রাখাইন রাজ্যে হাজারো মানুষ মঠ, প্যাগোডা এবং স্কুল ভবনগুলোতে আশ্রয় নিয়েছেন।

মিয়ানমারের সামরিক তথ্য অফিস জানিয়েছে, ঝড়ের কারণে সিটুয়ে, চকপিউ এবং গওয়া শহরে ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুৎ সঞ্চালন লাইন ও মোবাইল ফোন টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের প্রভাবে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াংগুন থেকে ৪২৫ দক্ষিণ পশ্চিমের কোকো দ্বীপের টিনের ছাউনি উড়ে গেছে।

মিয়ানমারে ৩ জনের মৃত্যু

বার্তা সংস্থা এপি জানায়, ঝড়ো হাওয়া ও ভূমিধসে মিয়ানমারে বেশ কয়েকজনের জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশটির পূর্বাঞ্চলীয় শান রাজ্যের উদ্ধারকারী দল তাদের ফেসবুক পেজে জানিয়েছে, তারা তাচিলেক শহরে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে চাপা পড়া এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্য মান্দালয় অঞ্চলের পাইন ও লুইন শহরে গাছের নিচে চাপা পড়ে একজন মারা গেছেন।

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

50m ago