ঘূর্ণিঝড় মোখা

মিয়ানমারে ৬ জনের মৃত্যু, সিটুয়ে অঞ্চলের ৯০ শতাংশ বিধ্বস্ত

ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। তবে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
রাখাইনে সমুদ্রপাড়ের দুই বাসিন্দা। ছবি: এএফপি

ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। তবে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বিবিসি জানায়, রাখাইন রাজ্যের সিটুয়ে অঞ্চলের ৯০ শতাংশ বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দেশটির সেনাবাহিনী রাখাইনকে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে। 

অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে মোখা রাখাইনের ওপর আঘাত হানে। ছবি: রয়টার্স

মিয়ানমার রেডক্রস সোসাইটি জানিয়েছে, তারা বড় আকারে জরুরি প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে।

রাখাইনে রোহিঙ্গা শিবিরগুলো বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, মৃতদের মধ্যে ১৪ বছরের এক ছেলে ছিল, যে গাছ চাপায় মারা গেছে।

রাখাইনে মোখার তাণ্ডব। ছবি: রয়টার্স

সিটুয়ের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ ও ওয়ারলেস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। অনলাইন ফুটেজে দেখা গেছে, পুরো অঞ্চল জুড়ে তীব্র বৃষ্টির মধ্যে ঘর-বাড়ির ছাদ উড়ে যাচ্ছে, টেলিকম টাওয়ারগুলো ভেঙে পড়ছে, বিলবোর্ডগুলো ভবন থেকে উড়ে যাচ্ছে। 

 

Comments