রোহিঙ্গা ক্যাম্পে ‘আরসা সদস্যকে’ পিটিয়ে হত্যা, গুলিবিদ্ধ ৩

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্যকে পিটিয়ে হত্যা করার কথা জানিয়েছে পুলিশ।

আজ রোববার সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা এলাকার ১৩ নম্বর ক্যাম্পের জি-১ ব্লকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহত ব্যক্তিকে আরসার সদস্য হিসেবে চিহ্নিত করা গেলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় আহতরা হলেন- একই ক্যাম্পের হোসেন আহমেদের স্ত্রী রামিদা খাতুন (৫৫) ও তার ২ ছেলে মোহাম্মদ রফিক ও জুবায়ের (১৮)।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ভোর ৪টার দিকে ১৩ নম্বর ক্যাম্পে ২০ থেকে ২৫ জন রোহিঙ্গা অপরাধী এলোপাতাড়ি গুলি চালায়। কিছুক্ষণ পর এই ক্যাম্পসহ আশপাশের ক্যাম্পের বাসিন্দারা অপরাধীদের ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় অপরাধীরা রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ৩ জন আহত হন।

তিনি আরও জানান, এ সময় রোহিঙ্গারা এক অপরাধীকে ধরে ফেলে এবং গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English
PECE, similar tests should be scrapped

Primary education: PECE, similar tests should be scrapped

A government-appointed advisory committee yesterday recommended scrapping the Primary Education Completion Examination and similar tests.

12h ago