আরসার ৩ কমান্ডার গ্রেপ্তার: র‍্যাব

আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ তিন কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব দাবি করেছে।
রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি

আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ তিন কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব দাবি করেছে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মৌলভী হামিদ হোসেন ওরফে ডা. হামিদ আরসার 'স্লিপার সেল' এবং ওলামা পরিষদের প্রধান। আবু তৈয়ব ওরফে সোনা মিয়া বাহিনীটির আর্থ বিষয়ক সমন্বয়কারী এবং ওসমান গনি আরসার গোয়েন্দা কমান্ডার।

আজ সোমবার দুপুরে র‌্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার মধ্যরাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতায় র‍্যাব-১৫ এর একটি দল ১৭ নম্বর ক্যাম্প থেকে হামিদ ও তৈয়বকে গ্রেপ্তার করে। আর ওসমান গ্রেপ্তার হয়েছেন ৪ নম্বর ক্যাম্পের বর্ধিত এলাকা থেকে। তাদের কাছ থেকে বোমা, স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা সাজ্জাদ আরও বলেন, হামিদ তার বাবার মতো পেশায় একজন গ্রাম্য ডাক্তার। শিক্ষিত রোহিঙ্গাদের মধ্যে তার প্রভাব রয়েছে। তিনি আরসার ওলামা পরিষদের প্রধান সালমান মুরব্বির ঘনিষ্ঠ সহযোগী। আরসার সদস্য সংগ্রহ করার কাজে তিনি সক্রিয় ছিলেন। সালমান মুরব্বি গ্রেপ্তার হওয়ার পর হামিদ তার স্থলাভিষিক্ত হন। তিনিই আরসার স্লিপার সেল গঠন করেন। আরসায় ৬০ জন সদস্য সংগ্রহ করেছেন তিনি।

Comments