রাজধানীর দারুসসালামে ২ যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর দারুসসালামের হাড্ডিপট্টি এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার এমদাদ হোসেন বিপুল জানান, আজ শনিবার দুপুরে ২০-২৫ বছর বয়সী ওই দুজনকে পিটিয়ে হত্যা করা হয়।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

তবে এই ঘটনায় জড়িতদের সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। এমনকি তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়ও জানা যায়নি।

ওসি জানান, আজ দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে। বেশ কয়েকজন মিলে ওই দুই যুবককে পিটিয়ে হত্যা করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে কিছু যুবক ধারালো অস্ত্রসহ ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। তারা পথচারীদের ছিনতাই করত, বাসার দরজায় নক করত, নারীদের উত্ত্যক্ত করত এবং পুরো এলাকায় আতঙ্ক তৈরি করেছিল।

আজ সকাল সাড়ে ১১টার দিকে তিনজন ধারালো অস্ত্রধারী যুবক আবারও এলাকায় আসে। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ঘিরে ফেলে। একপর্যায়ে গণপিটুনি দিলে দুই যুবকের মৃত্যু হয়।

পুলিশ জানায়, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ঘটনাস্থল একটি খালের পাশে এবং মূল আবাসিক এলাকা থেকে কিছুটা বিচ্ছিন্ন। ওই এলাকায় প্রায় ২৫০টি পরিবার বসবাস করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এখানকার অধিকাংশ বাসিন্দাই নিম্নআয়ের মানুষ—যেমন: গার্মেন্টস শ্রমিক, রিকশাচালক, বালুবাহী শ্রমিক ইত্যাদি। তারা আরও জানান, সম্প্রতি এলাকায় ছিনতাইয়ের ঘটনা বাড়ছিল।

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for three hours between 11am and 2pm

1h ago