নেত্রকোণা

স্কুল থেকে ফেরার পথে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছেন স্থানীয় এক বখাটে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তি রানী বর্মণ প্রেমনগর ছালিপুরা গ্রামের নিখিল চন্দ্র বর্মণের মেয়ে। সে প্রেমনগর ছালিপুরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও বারহাট্টা নারী প্রগতি সংঘের ইয়ুথ গ্রুপের সদস্য।

অভিযুক্ত বখাটে কাউসার মিয়া একই গ্রামের সামসু মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে মুক্তি রানীকে প্রায়ই উত্যক্ত করতেন কাউসার। আজ দুপুর ২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন সহযোগীকে নিয়ে মুক্তি রানীর পথ আটকান কাউসার। একপর্যায়ে ধারাল দা দিয়ে মুক্তি রানীকে কুপিয়ে আহত করেন কাউসার। পরে তাকে উদ্ধার করে প্রথমে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখানে নেওয়ার পথে বিকেল ৫টার দিকে মুক্তি রানী মারা যায়। 

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত মামলা হয়নি।' 

 

Comments