নেত্রকোণায় আ. লীগের বিরুদ্ধে বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ
নেত্রকোণায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে জেলা শহরের ছোট বাজারে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দুপুরে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থেকে বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়েছে। তবে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ। মিছিলটি বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় কিছু লোক সেখানে হামলা চালায় এবং অফিসের ভেতরে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরকারদলীয় নেতাকর্মীরা প্রকাশ্যে আমাদের অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করেছে ও অগ্নিসংযোগ করেছে। অফিসের সামনে সাঁটানো সাইনবোর্ড নামিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।'
অভিযোগ করে তিনি আরও বলেন, 'আজ শহরের মোক্তারপাড়ায় জেলা মহিলা দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট আরিফা জেসমিনের বাসায়ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে।'
তবে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন ডেইলি স্টারকে বলেন, 'আমাদের নেতাকর্মীরা বিএনপি অফিস ভাঙচুর করেনি বা আগুন ধরিয়ে দেয়নি। বিক্ষুব্ধ কেউ এ কাজ করতে পারে।'
জানতে চাইলে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান ডেইলি স্টারকে বলেন, 'অজ্ঞাত কিছু লোক জেলা বিএনপি অফিসের চেয়ার-টেবিল বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।'
এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান তিনি।
Comments