নেত্রকোণায় নৌকা ডুবে ২ জনের মৃত্যু

আজ সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ছবি: সংগৃহীত

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বন্যার পানিতে ছোট নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হরিণধরা গ্রাম থেকে পাশের এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

ওই দুইজনের নাম রিতু তালুকদার (২০) ও তার ভাতিজা অমিত তালুকদার (৭)। রিতু কলমাকান্দা সরকারি কলেজের এবং অমিত হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, রিতু, অমিত ও প্রতিবেশী আরও চার শিশুসহ মোট ছয়জন একটি ছোট একটি নৌকায় পার্শ্ববর্তী এলাকার পূজায় অঞ্জলি দিতে যাচ্ছিল। যাওয়ার পথে হঠাৎ নৌকাটি বন্যার পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা ছয়জনকে উদ্ধার করে। গুরুতর আহত রিতু ও অমিতকে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কলমাকান্দা থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Comments