ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের চেষ্টায় শ্যামগঞ্জ বাজারের আগুন নিয়ন্ত্রণে

স্টার অনলাইন গ্রাফিক্স

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে লাগা ভয়াবহ আগুন গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হেডকোয়ার্টারের ডিউটি ​​অফিসার ফরহাদুল আলম জানান, রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে যায়।

এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কোনো কারণও জানা যায়নি।

আগুনে বাজারের অনেক দোকান পুড়ে যাওয়ার কথা জানিয়ে ফরহাদুল আলম বলেন, 'পানির তীব্র সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।'

Comments

The Daily Star  | English
US tariff impose on India 2025

Trump says US to impose 25% tariff on India from Aug 1

US President Donald Trump said on Wednesday that United States will impose a 25% tariff on goods imported from India starting on August 1

25m ago