শিববাড়ী মোড়ের নাম পরিবর্তন হবে না: কেসিসি মেয়র
সমালোচনার মুখে শিববাড়ী মোড়ের নাম পরিবর্তন সংক্রান্ত উদ্যোগ থেকে সরে এসেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
এ বিষয়ে আজ রোববার কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'আমি মেয়র হিসেবে এটার দায়িত্ব নিচ্ছি। (শিববাড়ী মোড়ের) নামের কোনো পরিবর্তন হবে না।'
এ ছাড়া আজ করপোরেশনের সাধারণ সভার আলোচ্যসূচি থেকেও বিষয়টি বাদ দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন মেয়র।
একই কথা জানিয়েছেন করপোরেশনের চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার। এ বিষয়ে তিনি বলেন, 'এজেন্ডাটি মেয়র মহোদয় আলোচনা থেকে বাদ দিয়েছেন। গতকাল অফিস বন্ধ ছিল। আনুষ্ঠানিকভাবে আজকে বিষয়টি বাতিল হয়েছে।'
কেসিসির ১৯তম সাধারণ সভার আলোচ্যসূচিতে শিববাড়ী মোড়কে 'বঙ্গবন্ধু চত্বর'ও বর্তমান বঙ্গবন্ধু চত্বরের (ময়লাপোতার মোড়) নাম পরিবর্তন করে শহীদ শেখ আবু নাসের চত্বর করার প্রস্তাব করার বিষয়টি রাখা হয়েছিল।
আজ রোববারই এই সভা অনুষ্ঠিত হবার কথা ছিল। এর আগে ওয়ার্ড কাউন্সিলরদের কাছে পাঠানো সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম স্বাক্ষরিত সভার আলোচ্যসূচি বিষয়ক নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওই নামকরণের সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করেন। নাম পরিবর্তনের বিরোধিতা করেন।
Comments