লবণমুক্ত পানির দাবিতে চট্টগ্রামে ওয়াসা গ্রাহকদের মানববন্ধন

স্টার অনলাইন গ্রাফিক্স

লবণমুক্ত পানি সরবরাহের দাবিতে চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন অর্ধশতাধিক গ্রাহক।

আজ বুধবার দুপুরে 'চট্টগ্রাম নাগরিক ফোরাম' নামে একটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফোটানোর পরও ওয়াসার সরবরাহকৃত পানিতে লবণাক্ততা কমছে না। লবণযুক্ত পানি পান করে অনেকে ইতোমধ্যে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

মানববন্ধনে আসা মরিয়ম বেগম বলেন, 'আমরা গরিব, তাই মিনারেল ওয়াটার কিনে পান করা আমাদের পক্ষে সম্ভব নয়। বাধ্য হয়ে ওয়াসার লবণাক্ত পানি পান করতে হচ্ছে।'

সংগঠনটির চেয়ারম্যান মনোয়ার হোসাইন বলেন, 'বারবার বলার পরও ওয়াসা কর্তৃপক্ষ লবণাক্ততা কমানোর বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। ওয়াসা কর্তৃপক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগের দাবি করলেও আমরা ভোক্তারা লবণাক্ত পানি পান করছি।'

মানববন্ধন শেষে ওয়াসা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন মানববন্ধনকারীরা।

সমুদ্রের পানি উজানে চলে আসায় নদীর পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ার কথা জানিয়ে গত মাসে বিজ্ঞপ্তি দিয়েছিল চট্টগ্রাম ওয়াসা।

এই বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম ডেইলি স্টারকে বলেছিলেন, 'উজান থেকে পানি আসা কমে যাওয়ায় হালদা ও কর্ণফুলী নদীতে সমুদ্রের পানি ঢুকে লবণাক্ততা বেড়ে গেছে। তাই ওয়াসার সরবরাহকৃত পানিতে লবণ বেড়েছে। পর্যাপ্ত বৃষ্টি হওয়া ছাড়া পানিতে লবণাক্ততা কমার সম্ভাবনা নেই। এ ছাড়া পানি কমে যাওয়ায় আমাদের উৎপাদনও কমে গেছে। তাই অনেক এলাকায় চাহিদামতো পানি সরবরাহ করা যাচ্ছে না।'

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

13h ago