মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, বগুড়ার আকবরিয়া হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

আকবরিয়া গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় সেখানে নোংরা ফ্রিজিং ব্যবস্থাসহ (ইনসেটে) নানা অনিয়ম পাওয়া যায়। ছবি: সংগৃহীত

বাসি মিষ্টি ও মাখন বিক্রয় ও সংরক্ষণ, মেয়াদহীন রসমালাই বিক্রি এবং অপরিষ্কার পরিবেশে খাবার সংরক্ষণের জন্য বগুড়ার বিখ্যাত আকবরিয়া গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার সকাল ১১টায় শহরের থানা মোড় এলাকায় আকবরিয়া গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যৌথ অভিযান পরিচালনা করে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, 'অভিযানে দেখা যায়, আকবরিয়া গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাসি মিষ্টি ও মাখন বিক্রি ও সংরক্ষণ করছে, মেয়াদহীন রসমালাই বিক্রি করছে, রেস্টুরেন্টটি অপরিষ্কার ও অপরিচ্ছন্নতা, ফ্রিজিং ব্যবস্থা নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ করেছে।'

তিনি বলেন, 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী রেস্টুরেন্টটিকে ৩ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।'

'আকবরিয়া গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে যে ভবিষ্যতে একই ধরণের অপরাধ করলে হোটেলটি সিলগালাসহ কঠোর শাস্তি আরোপ করা হবে,' যোগ করেন তিনি।

Comments