পচা খাবার বিক্রি করায় মানিকগঞ্জে ৩ রেস্তোরাঁ মালিককে জরিমানা
মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি করায় মানিকগঞ্জে তিনটি রেস্তোরাঁর মালিককে মোট তিন লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সদর উপজেলার বিভিন্ন এলাকায় সোমবার অভিযান চালিয়ে তিনটি রেস্তোরাঁর মালিক প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মানিকগঞ্জের কর্মকর্তা মো. নূর-ই-আলম সোহাগ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঢাকা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর হাসান।
রেস্তোরাঁগুলো হলো—মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ভাই ভাই হোটেল, শহরে শহীদ রফিক সড়কের রাজ হোটেল ও অরঙ্গবাদ এলাকার অবাক চা অ্যান্ড রেস্টুরেন্ট।
সোহাগ বলেন, 'জেলা সদরের বিভিন্ন রেস্তোরাঁয় নোংরা পরিবেশে রান্না করা, মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার পরিবেশন করা হয়, এমন অভিযোগের ভিত্তিতে সোমবার অভিযান পরিচালনা করা হয়।'
মুনতাসীর হাসান ডেইলি স্টারকে বলেন, 'ওই তিন রেস্তোরাঁয় মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি করা হচ্ছিল। প্রতিটি রেস্তোরাঁর মালিককে এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।'
অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোশাররফ হোসেন।
Comments